হাছন রাজা নাচেরে নাচে ।
প্রাণ বন্ধে আমারে দেওয়ানা করিয়াছে ।
বন্ধে জিনিয়ে মুখ দেখিয়া প্রাণ না বাঁচে ।
হাছন রাজা দেখিয়া প্রাণ বন্ধু পুছে ।
তোমার ঘর তোমার বাড়ি কোনখানে আছে ।
তোমারে দেখিয়া আমার বুদ্ধি সুদ্ধি গেছে ।
রুপ দেখিয়া হাছন রাজা তব পানে চাইয়া রইছে ।
হাছন রাজা নাচেরে নাচে
প্রাণ বন্ধে আমারে দেওয়ানা করিয়াছে ।