বন্ধু তোর লাগিয়া রে, ও বন্ধু তোর লাগিয়া রে
মন মোর পাগল রে ।
ভাবতে ভাবতে হাছনজানের প্রাণ গেলো রে ।
আর শুইলে না নিন্দ আসে বসলে না পাই চাইন ।
দিনে রাইতে এই চিন্তা বন্ধু নি মোর আইন ।
রাজপথে দাড়াইয়া আছি আশার আশি হইয়া ।
অবশ্য আসিবে বন্ধু এই পন্থ দিয়া ।
আসিলে দেখিমু আমি বন্ধের চান্দমুখ ।
দেখিয়া ঠাণ্ডা হইবো আমি হুতাশিনীর বুক ।
আর হাছনজানে জানে বন্ধু হাছন রাজা নাম তোর ।
দয়া করিয়া দেখা দিয়া প্রাণ ঠাণ্ডা কর ।
এই বলিয়া হাছনজানের কান্দন হইলো সার ।
কান্দন শুনিয়া হাছন রাজা রইতে নারে আর ।
প্রেমের প্রেমিক হাছন রাজা আসিয়া দিলো দেখা ।
হাছনজানে নাচন করে দেখিয়া প্রাণসখা ।