দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৭৬

দিয়ে দেখা প্রাণসখা মন নিয়ে কই গেলো ।
মাইলো মাইলো মাইলো মাইলো
আমারে প্রাণে মাইলো ।
দেখা দিয়ে ঐ করিলো প্রেমের আগুন লাগাইলো ।
একি মোরে করিলো প্রেমানলে জ্বালাইলো ।
কার কলজেতে বসে রইলো ।
এখনো না ফিরে আইলো ।
না জানি কে বান্দিয়ে থইলো ।
মনের স্বাদ মোর মনে রইলো ।
বিচ্ছেদে আমারে বিধিলো ।
হাছন রাজায় কত সইলো ।
আসবে বলে চাই রইলো
সে তো নাই আসিলো ।।