দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩

আইসো পর্দা খুলিয়া গো মা, আইসো পর্দা খুলিয়া গো
হাছন রাজার প্রাণ যায় তোমার লাগি জ্বলিয়া গো ।।
তোমার আমার বাড়ির মধ্যে আছে একখান টাটি ।
কাটিয়া কুটিয়া টাটিখান করিয়াছি বাটী গো ।।
টাটির আড়ে থাকিয়া তুমি বসিয়া রঙ্গ করো ।
আড় নয়নে চাও কেন বসিয়া একই ঘর গো ।।
হাছন রাজার দেখিয়ে তোরে মুস্করিয়া হাসে ।
অন্তরের সহিতে তোরে বড় ভালবাসে গো ।।