দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৩৪

দেখিয়ে বাউজের না তুঙ্গা তুঙ্গা ।
হাছন রাজায় দেয়রে হুঙ্গা ।
হাছন রাজায় ধরিয়ে বাউজরে ফেরায় মুতি মুঙ্গা ।
গড়াগড়ি করিয়ে দেখ বাউজতো হইলো লেঙ্গা
লেঙ্গা হইতে বাউজের দেখি সর্ব অঙ্গ রাঙ্গা
রঙ্গ দেখিয়া হাছন রাজার মন হইলো ঠাঙ্গা
হাছন রাজার মনে মনে বাউজরে করতো হাঙ্গা
এই ভাবিয়া হাছন রাজায় করে আঙ্গা ডাঙ্গা
বাউজ আমার প্রেমেশ্বরী যৌবন নয়রে মাঙ্গা
লক্ষ টাকা মহর দিয়া হেঙ্গা যে করেঙ্গা ।।