দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৮৬

ঠাকুর মুনিব ডাকিরে তোমায়, কোলে লও আমায় ।
কোলে যদি লওনা ঠাকুর আমার কোলে আয় ।।
বড় সাধ হাছন রাজার দেখিতে তোমায় ।
দিনে রাইতে হাছন রাজায় করে হায় হায় ।।
পরের বাড়ির উপরে দিয়া ঠাকুর মনিব যায় ।
আমি যে কাঙ্গালে ডাকি ফিরিয়া না চায় ।।
আমি তো চাহিয়া থাকি মনপ্রাণ ধায় ।
আরিপরি জোর করিয়া ধরিয়া থামায় ।।
হাছন রাজা তোমার পাগল হইয়া গান গায় ।
কেমনে ধরিয়া কোলে লইবো দিশা নাহি পায় ।।
আইসো আইসো ঠাকুর মনিব আইসো রে ত্বরায় ।
না আসিলে মরিয়া যাইবো, না দেখি উপায় ।।
এই বলিয়া হাছন রাজা দেখরে ফালায় ।
উন্মাদ হইয়ে ডাকে ঠাকুর মনিব আয় ।।