দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১২৯

প্রেমের মানুষ নয় যারা, হাছন রাজার গান শুনিসনা তোরা ।
অপ্রেমিক তো মানুষ নয় রে জীবিত থাকতে সে মরা ।।
প্রেম নাই যারা আইসোনা ধার, ঘরতো মোর শীঘ্র বাহির হ ।
কাষ্টের মূর্তি ভূতের মত করিনা কারাকারা ।।
হাছন রাজা প্রেমে নাচে, প্রেমিক পাইলে বসায় কাছে ।
আঞ্জা করিয়া দেয় বুছে হাছন রাজার এই ধারা ।।