দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩০৬

রুপ দেখিলাম রে নয়নে আপনার রুপ দেখিলাম রে ।
আমার মাঝত বাহির হইয়া দেখা দিলো মোরে ।
আয়নার মাঝে যেমন মুখ দেখা যায় ।
সেই মতে আমার রুপে দেখা দিলো আমায় ।
আমারে দেখিলাম আমি আমার সাক্ষাতে ।
দিলের চক্ষে পরিচয় করিলাম আমার জাত ।
নূরের বদন আমার ঝলমল ঝলমল করে ।
নিজ রুপ দেখিলে আর জন্মে না পাবো রে ।
হাছন রাজা দেখলো রুপ হইয়া ফানা ফিল্লা ।
এক বিনে দুই নাই কেবলই ইল্লাল্লা ।
লা ইলাহা ইল্লাল্লা কর মনরে সায় ।
মোহাম্মদ রসুল উল্লা করিবা যে পায় ।।