দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৩৯

হাছন রাজার কি হইবে রে ভাই ।
বুড়া কালে হাছন রাজার কুমতি ছাড়েনাই ।
না করিলাম পুণ্যি কাজ ভবে লিপ্ত হইয়া ।
অকারণে দিন গুয়াইলো সংসারে মজিয়া ।
না করলো আল্লাজির কাম দুনিয়ার লাগিয়া ।
দুনিয়া নি যাইবো হাছন রাজার সঙ্গী হইয়া ।।