দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৯৯

হাছন রাজায় বলে সিধা সাদা ।
নিজেই নিজের খোদা ।
ধরি মার ভালো মতে গদা ।
নিজেই নিজের খোদা ।
আমি আল্লা বলো কারো না শুনিও বাধা ।
আমিই আমার খোদা, খোদা নয়রে জুদা ।