দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৮৬

যারে বন্ধে চায় কীসের ভাবনা তার ।
কু কার্য্য করিলে তারে করছে উদ্ধার ।
জগাই মাধাই পাপী ছিলো ।
তাদেরে উদ্ধারিয়া নিলো ।
আমি পাপী উদ্ধারিতে কতক্ষণ আর ।
মারো বাঁচাও ওহে নাথ, তাতে নাই ব্যাঘাত ।
হাছন রাজার এই মত চরণে থাকিবার ।