এগো সুন্দরী গো, তোর লাগিয়া হাছন রাজা দেওয়ানা ।
তুমি বিনে হাছন রাজা কেউরে মানেনা ।
সুন্দরী গো তোর লাগিয়া হাছন রাজা দেওয়ানা ।
শরম ভরম ছাড়িয়া হাছন রাজা হইছে ফানা ।
তোমার বাড়ির উপর দিয়া করে আনা যানা ।
তোমায় দেখলে হাছন রাজা গায় রঙ্গের গানা ।
তুমি দেখলে তারে কেন করো টানা মানা ।।
এই কথা আরশি পরশীর হইয়াছে জানা ।
তোমার বাড়ি হাছন রাজার হইয়াছে থানা ।।
দিলারামে গায়রে গান করিয়া তানা না না ।
হাছন জানের লাগি হাছন রাজা যে ফানা ।।
এগো সুন্দরী তোর লাগিয়া হাছন রাজা দেওয়ানা ।।