দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৯৭

সোনালী গো জান বাহারে বাহারে রঙ্গ করে
হাছন রাজায় দেখিয়ে তারে আঞ্জা করিয়ে ধরে
ঘরে ধরে বাইরে ধরে সবার মাঝে
দেখলে পরে প্রাণ বাঁচেনা কি ধরাইবো লাজে ।
খঞ্জন খঞ্জন আঁখি কমলা জিনিয়ে লাল ।
হাছন রাজায় কোলে লইয়া দিতে আছে ফাল
ফালায় ফালায় হাছন রাজায় বাজায় খেমটা তাল
ঝাড়াইয়া ঝাড়াইয়া নাচায় বাবরী ছাটা বাল ।।