ও প্রাণ বন্ধুরে বৃথা জনম গেলো আমার
সাধিতে পাইলাম আমি চরণ তোমার
কেন আইলাম কেন আইলাম ভবের বাজার ।
আসিয়া হইলাম আই রিপুর অধিকার ।
ভবসিন্ধুয়ে পড়ি কান্দি না জানি সান্তার ।
নিজ তরী দিয়া বন্ধে করো মোরে পার ।
তুমি যে প্রাণবন্ধু জগতেরই সার ।
তুমি দয়া না করিলে কে করিবে আর ।
মনবাসনা পূর্ণ করো তোমার ভিক্ষা দিয়া ।
দিবা রাত্র থাকতাম আমি তোমার পানে চাইয়া ।
এই যে বাসনা তোমার হাছন রাজার
চরণ ছায়ায় থাকিয়া রুপ দেখিতাম তোমার ।