দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৩৭

বাগানে দেখিয়ে বনমালী ।
হাছন রাজা চৌধুরী নাচে হাতে দিয়া তালি ।।
কত রঙ্গের ফুল ফুটেছে কত আছে কলি ।
বাহারে বাহারে বোলে ভ্রমরা বুলবুলি ।।
চমৎকার বাগানে মালী চলছে হেলি দুলি ।
হাছন রাজার প্রেমানল দেখিয়ে উঠলো জ্বলি ।।
প্রেমানলে জ্বলিয়ে হাছন ফিরে গলি গলি ।
হাছন রাজার মনবাসনা করতো কোলাকুলি ।।