দেখিয়া তোর রাঙ্গা বদন এলো সুজন
মন করে মোর কেমন কেমন ।
চান্দ জিনিয়া মুখখানি তোর
আর লাগাই মিছরি মাঞ্জন ।
হেরিয়া তোর মুখের খুবি মনপ্রাণ গেলো ডুবি ।
জিনে দেখি শশী রবি মুখখানি তোর দেখি এমন ।
তিলক দিয়া ললাটে, চলছে সুরমা নদীর ঘাটে ।
পন্থে দেখিয়া পাগল হইলো লক্ষণছিরির দেওয়ান হাছনে ।