দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৫৮

তোরে দেখিয়া প্রাণ গেলো গো ।
তোরে দেখিয়া প্রাণ গেলো ।
বাঁকা নয়নে তোর মোরে খাইলো গো ।
দাতের তোর ঝিকিমিকি দেখে করি উকি বাকি ।
আমি তো গিয়েছি ঠেকি ।
ও তোর প্রেমে গো ।
এমনি সুন্দরী তুমি দেখে ভুলিয়াছি আমি ।
আমায় আমি ভুলিয়াছি তোমার কারণে গো ।
হাছন রাজা হইছে ফানা, সকলে হইছে জানা ।
করিও না আর ঠানা মানা ।
পিয়াসী লো ।।