দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪২৫

বন্ধু মিলে মিলেরে ভালা বসন্ত সময়কালে ।
হাছনজানে আঞ্জা করিয়া ধরলো বন্ধের গলে রে ।
আঞ্জা করিয়া ধরিয়া দেয় মুখের মাঝে মুখ ।
হাছনজানের চলিয়া গেলো আজীবনের দুঃখ রে ।
দুঃখ গিয়া উপছিলো মনের সুখ ।
শান্ত হইলো শান্ত হইলো হাছনজানের বুক রে ।
ক্ষণে লয় বুকে তারে ক্ষণে লয় ঘাড়ে ।
কখনো মাথায় তুলিয়া তারে উন্দা হইয়া পড়ে রে ।
হাছন রাজায় তুলিয়া লইলো হাছন জানরে কোলে ।
নাকে নাকে মিলাইয়া বুকে বুকে মিলে রে ।
হাছনজানে নাচে নাচে বন্ধুয়ারে পাইয়া ।
একদৃষ্টে রইছে কেবল বন্ধের দিকে চাইয়া রে ।