দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩১৩

কলঙ্কিনী নাম দেশে যদি হইলো প্রচার ।
ছাড়িয়া থাকবোনা রে আমি বন্ধুরে আমার ।
থাকবোরে তাহারই সঙ্গে তারেই করছি সার ।
রাখিবো তাহারে আমি সিদুরের মাঝার ।
তার সঙ্গে করবো রে আমি রঙ্গের বাহার ।
সে বিনে অন্যকে মনে রাখবোনা রে আর ।
ছাড়াইলে না ছাড়বো তারে আমি হইছি তার ।
আশিক হাছন রাজায় মনে সদায় দেখিতাম দিদার ।।