দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৮৩

বাশী বাজাইয়ে যায় রে কালা ।
দিয়ে আমায় জ্বালা ।
নন্দের সুত হইয়ে আমার ভাইরে ডাকে শালা ।
রইতে না পারি ঘরে মাথে লইয়ে ডালা ।
চলিলো সুন্দরী রাধে দুইপরিয়া বেলা ।
গলেতে পরিয়া নিলাম গজমতি মালা ।
আমার পানে চায়না করে রঙ্গে রঙ্গে খেলা ।
প্রেমের জ্বালায় কান্দিয়ে ফিরে রাধিকা অভুলা
হাছন রাজায় বলে ধর গিয়া কানাই যায় একেলা ।।