লাল বুবাই রে দেখিয়ে দেখ রাঙ্গা ।
হাছন রাজায় করলো হাঙ্গা ।
লাল বুবাইরে দেখি সবে করে আঙ্গা মাঙ্গা ।
হাছন রাজায় দিনে রাইতে করতে আছে ডাঙ্গা ।
কেউ লয় হাতে লাঠি কেউ লইছে ঠঙ্গা ।
হাছন রাজার হাতে বাড়ি মাথা গেলো ভাঙ্গা ।
কত লোক মাইর খাইয়ে হইয়া গেলো গুঙ্গা ।
লাল বুবাইরে ছাড়ে নারে করেনা তুঙ্গ তুঙ্গা ।
না তুঙ্গ তুঙ্গা করে বুবাই পরিয়া মতি মঙ্গা ।
তাই রে দেখিয়ে ভুবানবেরু সবার মনই টাঙ্গা ।