দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৯০

কেন আইলে ও প্রাণ আগুন জ্বালাইতে ।
এত দিনে আইলে বুঝি প্রাণ আমার বধিতে ।
ছোটকালে পিরীত করিয়া আমায় ছাড়িয়া গেলে ।
যৌবনকাল গুইয়ে গেলো তখন কেন না আসিলে ।
বুড়া কালে আসিয়া এখন দিলে মোরে দেখা ।
যৌবন নাই মোর কি দিয়া মন রাখিরে তোর সখা ।
হাছন রাজায় বলে মন তোরে রাখি কি যে দিয়া ।
আমায় তোরে দান করিলাম সঙ্গে লইয়া যাও রে প্রিয়া ।