এগো লাইন্তি সুন্দরী আমি মজি তোমায় দেখি । দেখা দিয়া যায় গিয়া কেন ঝলমল ঝলমল করি । দেখতে বড় তেড়ছা বাঁকা আমার পেয়ারী কিবা শোভা দুইটি আঁখি কিবা শোভা ভরি । হাছন রাজায় রাখছেনা তার চমৎকার মুঞ্জরী নাছারায় বলে মেরী হিন্দুয়ে বলে হরি ।