বন্ধে কি আর আমায় ভালবাসে, কান্দে হাছন রাজা দাসে ।
আমায় ছাড়া থাকতোনা গো, এখন আয়না ছয় মাসে ।
গেছে আমার রুপ রঙ্গ, আর কি করবো আমার সঙ্গ ।
আমি এখন হইছি ঢঙ্গ, লোকে চাইয়ে হাসে ।।
দাঁত পড়িয়াছে চুল পাকিয়াছে সকলি মোর গিয়াছে ।
এখন রাইতে হইলে হাছন রাজা হেকুত হেকুত কাশে ।
হাছন রাজায় কান্দিয়ে কয়, শুন বন্ধু দয়াময় ।
ভালবাসো নাই বাসো আছি তব আশে ।