আমি কেবল চাই তোমার দিদার, অন্য কিছু চাইনা আর ।
মারো কাটো যাই করো পড়িয়া আছি তোর দ্বার ।
কিবা মোরে কোলে লও, কিবা মোরে প্রাণে মারো ।
আমি তো অন্যের নয়রে, আমি তো হই তোমারও ।
তব গৃহে রাখ মোরে করিসনা রে বার ।
আমি তো করিয়া তোমার হৃদয়ে সার ।
মনেপ্রাণে হইয়াছি আমি তোমারই তাবেদার ।
বড় সাধ দেখিতাম তোমার রঙ্গের বাহার ।
দিলে জানে জানি আমি তুমি হও আমার ।
মনের আশা পূর্ণ করো দেওয়ান হাছন রাজার ।
অন্য কারো নয়রে আমি, আমি যে হই তোমার ।
বলো বলো প্রাণবন্ধু আমি যেন হই কাহার ।
তোমার আমি আমার তুমি জুদা রাখিও না আর ।
তব রঙ্গে মিশিয়া যাই আশা যে হাছন রাজার ।