দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৫০

প্রেমের আগুন লাগলো হাছন রাজার গায় ।
প্রেমানলে জ্বলিয়ে হাছন করে হায় হায় ।
ঠমকাইয়া ঠমকাইয়া পেয়ারী জল ভরিতে যায় ।
হাছন রাজা দেখিয়া তাইরে পাছে পাছে ধায় ।
মাসুকজান আগে যায়, হাছন রাজা পাছে ।
হাছন রাজার গায় গান হাছন জানে নাচে ।