দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৩০

আমার মন মজিয়াছে তোরে দেখি লো ।
দেখিয়া তোরে লো ।
আমার মন মজিয়াছে দেখিয়া তোরে লো ।
ছাড়িয়া থাকতে পারিনা আর ঘরে লো ।
দেখিয়া তোমার রুপ ও গঠন ।
মন করে সদাই উচাটন ।
ধৈর্য্য না মানে আমার মনে লো ।
কি যে আমার করে মনে তুই প্রেয়সী বিহনে ।
জানে কেবল নিরঞ্জনে অন্যে নাই জানে লো ।
হাছন রাজা তোর লাগিয়া ফানা ।
সদাই করে আনা যানা ।
না শুনে কেউ করি মানা, ফিরাইয়ো তোর বাড়ি লো ।
সুন্দর নয়ন দেখি উঠে মনে থাকি থাকি ।
কেমনে মনকে রাখি তোর সঙ্গে লো ।