কত যন্ত্রণা জ্বালা দিলে ওরে প্রাণ তোমার সনে প্রেম করে হইলাম পেরেশান আমি যে তোমার লাগি সারা রাইত বসে জাগি আপন আত্মীয় সব ত্যাগী হারাইলাম মান । আইসো বন্ধু কোলে আইসো কোলে আইসে একবার বইসো হাছন রাজার যাউক তাইস ঠাণ্ডা হউক জান ।।