দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৯৮

কত যন্ত্রণা জ্বালা দিলে ওরে প্রাণ
তোমার সনে প্রেম করে হইলাম পেরেশান
আমি যে তোমার লাগি সারা রাইত বসে জাগি
আপন আত্মীয় সব ত্যাগী হারাইলাম মান ।
আইসো বন্ধু কোলে আইসো
কোলে আইসে একবার বইসো
হাছন রাজার যাউক তাইস
ঠাণ্ডা হউক জান ।।