হাছন রাজা তো মইরবো না । ঘর ভাঙ্গিয়া ঘর বানাবো, ভাবিয়া ভাব না ।। এথা হনে তথা যাবো, তথা যাইয়া খেইড় খেলিবো । তব চরণ ধরিয়া রবো, ওমা করুণা ।। হাছন রাজার মনের আশা, চরণতলে পাবো বাসা । হব আমি চির দাসা, ছাড়িয়া যাবোনা ।।