কাঙ্গালের বন্ধু, কাঙ্গালের বন্ধু ও, ডাকে হাছন রাজা কাঙ্গালে
কি পিরীত করিয়া আমার মনপ্রাণ জ্বালাইলে ।
আইসো আইসো প্রাণবন্ধু আসিয়া লও কোলে ।
ঠাণ্ডা হইবো প্রেমের আগুন কোলে তুলিয়া লইলে ।
কোলে লও কোলে লও ধরি তোমার পায় ।
কোলে লইয়া রাখো প্রাণ নতুবা প্রাণ যায় ।।
কোলে লইলে দেখিয়া যে তোমার চান্দমুখ ।
শান্ত হবে চিত্ত মোর জুড়াইবে বুক ।।
এই বলিয়া হাছন রাজা কান্দন কইলো সার ।
কান্দন দেখিয়া দয়া কি লাগেনা তোমার ।।
দয়াময় নাম তোমার সর্ব লোকে কয় ।
আমার প্রতি দয়া কেন তোমার নাহি হয় ।।
আমার হয় এত মায়া তোমার লাগিয়া ।
কি বুকে থাকিবে বন্ধু আমায় তেয়াগিয়া ।।
হাছন রাজার কান্দন শুনিয়া বন্ধের দয়া হইয়া ।
সাক্ষাতে আসিয়া দাড়ায় চান্দকে জিনিয়া ।।
হাছন রাজায় বন্ধের মুখ যখন দেখিলো ।
আনন্দিত হইয়া তখন নাচিতে লাগিলো ।।
নাচে নাচে হাছন রাজা আর দেয়রে ফাল ।
কোলে আইসো কোলে আইসো বলিয়া গুলে লাল ।।
এই কথা বলিয়া বন্ধুরে আঞ্জা করিয়া ধইলো ।
যত্ন করিয়া হাছন রাজায় হৃদকমলে থইলো ।।
আনন্দিত হইয়া বন্ধু, হৃদ মন্দিরে রইলো ।
হাছন রাজা চৌধুরীয়ে বন্ধুরে কোলে তুলিয়া লইলো ।।