হাছন রাজায় কয় আল্লা বিনে কিছু নয় ।
যত ইতি চক্ষে দেখো আল্লাহর খেলা হয় ।
আল্লা আমার মুখে বুকে সকলখানে রয় ।
এক বিনে দুই নাই জানিও নিশ্চয় ।
আল্লা আর হাছন রাজা দুই কুনে কয় ।
আল্লা আল্লা, আল্লা আল্লা, হাছন রাজা অন্য নয় ।
এক হইয়া হাছন রাজা নাচিয়ে নাচিয়ে কয় ।।
আমি তো কিচ্ছু নই সবই আল্লা হয় ।