দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৪৩

দিন গেলো দিন গেলোরে আমার ।
বুঝতে নাই পারি আমি তোমার ব্যাপার ।
কীসেতে সই কি যে করি বুঝিতে যে নাই পারি ।
বেভুলে দিন গেলো বুঝবো কোনদিন আর ।
অকারণে দিন গেলো কিসেতে মোর মন মজিলো ।
কার পানে চাইয়া রইলো মন দুরাচার ।
হাছন রাজা বুদ্ধি হারিয়ে বসিয়া রইলে কি বুঝিয়ে ।
ধরলেনা প্রাণবন্ধু খুজিয়ে, কি হইলো তোমার ।