দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৯৩

সাধের দিলারাম সাজে ।
সাজে রে সুন্দর দিলারাম রুনুর ঝুনুর ঝুনুর বাজে ।
প্রথমে সাজিলো সখী নামে সোনার জান ।
কি কবো সুন্দরীর খুবি বাঁকা দুই নয়ন ।
তার পাছে সাজিলো সখী নামে ফুলজান ।
চতুর্দিকের লোকে নাচে পাইয়া সেই ঘ্রাণ ।
তার পাছে সাজিলো সখী নামে শহরজান ।
রুপ দেখিয়া শহরের লোক হইলো হয়রান ।
তার পাছে সাজিলো সখী নামে রুপজান ।
দেখিয়া রুপেরই বাহার উড়িলো প্রাণ ।
তার বাদে সাজিলো সখী নামে শাহজান ।
বুড়ায় নাচে বুড়িয়ে নাচে দেখিয়া তাইর গান ।
তার পাছে সাজিলো সখী নামে সুন্দরজান ।
ঝিলিমিলি করে অঙ্গে বিজলীর সমান ।
সকলেরই পাছে সাজে দিলারাম সুন্দর ।
তারে দেখিয়া লাগিলো গড়া কে নিবো অন্দর ।