বন্ধু আয় আয় আয় ।
হাছন রাজায় ভিক্ষা চায় বন্ধুয়া তোমায় ।
তোমার লাগি ভাবতে ভাবতে করে হায় হায় ।
তোমার লাগি মনপ্রাণ জ্বলিয়া জ্বলিয়া যায় ।
না দেখিলে চান্দমুখ পড়িয়া পাছাড় খায় ।
আছাড় খায় পাছাড় খায় একী হইলো দায় ।
তবু কেন প্রাণ বন্ধে ফিরিয়া না চায় ।
তোমার কাঙ্গাল হইয়া ডাকে হাছন রাজায় ।
কলিজা জ্বলিয়া প্রেম হুতাশে এই গান গায় ।