হাছন রাজা আল্লা ছাড়া থাকিওনা ।
আল্লা ছাড়া মনে কিছু রাখিওনা ।
আল্লা ছাড়া জ্ঞান চক্ষে অন্য কিছু দেখিওনা ।
দুইয়ো চোক্ষে এক হইলে আল্লা ছাড়া দেখবেনা ।
জাহির আল্লা বাতিন আল্লা আল্লা বিনে কিছুনা ।
এক বিনে দুই নাই হাছন রাজার হয় জানা ।
হাছন রাজা আল্লায় মিশিয়া হইয়াছে ফানা ।
আমি আল্লা আমি আল্লা হাছন রাজায় জপ না ।
আমিত্বকে নাশ করিয়া করে হাছন জপনা ।
আমিত্বকে নাশ করিয়াছি আল্লাই যে আপনা ।