দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২২৯

ধইলো পিরীতের গুন্ডায় জাতিয়া ।
আমি আমার বুকটা দিলাম পাতিয়া ।
হুড়াহুড়ি করিয়া মোরে তলে ফালাইয়া
বুকের উপর উঠিয়া বসে আঞ্জা করিয়া ।
বলে জোরে ধরিয়া মোরে সাথে লাগে ধাক্কা ।
ধাক্কার চোটে মনে লয়, যাইতাম গিয়া মক্কা ।
মজার মজার ধাক্কা মারে মনটা আমার কিযে করে
তার বশই করলো মোরে জাতাইয়া জাতাইয়া ।
এমন জাতা জাতে মোরে, রঙ্গ করে রঙ্গে রঙ্গে ।
আঞ্জা করিয়া গলে ধরে নাকে নাক দিয়া ।
নাকের মাঝে নাক দিয়া মুখের মাঝে মুখ ।
যত জাতায় প্রেম উঠলে ঠাণ্ডা হয়না বুক ।
জাতা খাইয়ে হাছন জানের দ্বিগুণ হইলো মস্তি
মস্তির চোটে হাছন রাজার সঙ্গে লাগিলো কুস্তি
কখন উঠে হাছন জান কখন তলে পড়ে
হাছন জান হাছন রাজায় রাইতে দিনে লড়ে ।
হাছনজানে বলে মোরে লড়িয়া কইলে বশি
হাছনজান তো হইয়া গেলাম হাছন রাজার দাসী ।
হাছন রাজার গানের ভেদ বুঝতে পারবে কে ।
মানুষ যারা বুঝবে তারা, গরু এ বুঝবে বে ।
লুচ্যায় বুঝবে লুচ্যার কথা ফকীরে বুঝবে সার
কামেল যারা বুঝবে তারা তনের সমাচার ।।