দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩১৯

সুনা বন্ধের লাগিয়া মনে আমার কি করে গো ।
ঘরে থাকতে নাই পারি কাকুর কুকুর করে গো ।
মন নাই ধৈর্য্য ধরে যাইত চায় তার করে করে ।
কি যাদু করিলো মোরে ছটফট ছটফট করে গো ।
না জানি কি করছে মোরে ধরছে মোরে প্রেম জ্বরে ।
হাছন রাজা থরথর করে বান্ধেনাই ধরে গো ।