দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৯৩

পাগল মোরে করলো রে পেয়ারীর রাঙ্গা গায় ।
রুপ দেখিয়া হাছন রাজায় করে হায় হায় ।
গাঙ্গের ঘাটে যায় সে যখন জল ভরিবার দায় ।
ঝন ঝন ঝন নূপুর বাজে পেয়ারীর রাঙ্গা পায় ।
আমার পানে যখন পেয়ারী ফিরিয়া ফিরিয়া চায় ।
প্রেমের বান লাগে আসিয়া আমার কলিজায় ।
কলসি ভরিয়া যখন ঘোমটা টানিয়া আয় ।
প্রেমের গণ্ডগোল আমার বুকেতে ঘটায় ।
হাছন রাজা পাগল হইয়া সাক্ষাতে দাড়ায় ।
মায় মায় বলিয়া কত সালাম জানায় ।