দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৯২

এগো সুন্দরী গো, তোর ঝলমল ঝলমল রঙ্গে প্রাণ নিলো গো ।
হাছন রাজা তোর পানে চাইয়া রইলো গো ।
কি কবো তোর রুপের খুবি দেখতে চমৎকার ।
আচানক তোর রুপের খুবি দেখিতে বাহার ।
কিবা শোভা মুখখান তোর কিবা শোভাবরী ।
এমন শোভা নাই ধরে হুর আর পরী ।
তোর মতো নাই হয় চান্দ আর তারা ।
দেখিয়া তোর নূরী অঙ্গ হাছন রাজা হইলো মারা ।