দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৬৫

তুমি নি মোর মন ভুলাউরি লো সুন্দরী ।
তুমি নি মোর মন ভুলাউরি ।
তোমারে ভুলিয়া ঘরে থাকতে না পারি ।
কেমন করি মন আমার নিলে গো তুই হরি ।
তোমার বাড়ির চতুর্দিকে করি ঘোরাঘুরি ।
জল ভরিতে যায় যখন লইয়া গাগরি ।
তখন কি আর ছাড়িয়া দিবো রাখবো তোমায় ধরি ।
ধরা না যায়রে আমি ধরি কিমত করি ।
উড়া দিয়া যায় গিয়া তুমি না হইয়ো হুরপরী ।
হাছন রাজা বলে তোরে কি করিয়ে পাশরী ।
ত্রিজগত ছাড়ি দিয়াছি তোর রুপে এগো পেয়ারী ।।