দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৩৫

আমি ঠাকুরের কাঙ্গালিনী গো প্রাণ সই ।
সই ওগো আমি ঠাকুরের কাঙ্গালিনী ।
ধ্যানে জ্ঞানে ঠাকুর বিনে অন্য নাই জানি গো ।
প্রাণ সই, সই ওগো আমি ঠাকুরের কাঙ্গালিনী ।
ঠাকুর বিনে অন্য কিছু আমার মনে নাই ।
জন্মে চিরকালই ঠাকুর আমি চাই গো ।
না চাই ধন, না চাই জন, না চাই সংসার ।
দিলে জানে চাই কেবল ঠাকুর আমার গো ।
হৃদয়েতে ঠাকুর আমার তারে আমি চাই ।
অন্য ঠাকুর দিয়া আমার কিছু কার্য্য নাই গো ।
হাছন রাজার অন্তরেতে যে ঠাকুরের বাস ।
হাছন রাজার মনবাঞ্ছা থাকতো তার পাশ ।
আর মনে এই বাসনা হইতো তার দাস ।
কাঙ্গাল হাছন রাজার মনে এই রাখছে আশ গো ।