দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৭৮

সোনালীয়া দিদি, সুকনামে ডুবি গেলো নাও ।
হাছন রাজা বুঝেনা তার ভাও ।।
হাছন রাজা রঙ্গি চঙ্গি, মজাইলো হুঙ্গির হুঙ্গি ।
তাই তো বড়ই ঢঙ্গি পাইয়াছে দাও ।।
হাছন রাজা বুদ্ধিহারা, হইয়াছে ভবজানের মারা ।
দেখায় তাই যে তারা বারা, তাইরে বুঝছে মাও ।।
হাছন রাজা কুমতি ছাড়ো, এখন তুমি হুশ করো ।
পরকে ছাড়িয়া আপন ধরো, তার গুণাগুণ গাও ।।