দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩২৯

দেখিয়া তোর রুপের ভঙ্গি এলো রঙ্গি ।
আমি তোর হইলাম সঙ্গী ।
অন্য কিছু চাইনা আমি কেবল তোমার যৌবন মাঙ্গি ।
কর কর আমরে গো তোর এগো সঙ্গী ।
ছাড়িয়া থাকতে পারবোনা গো মন গিয়াছে ঠাঙ্গি ।
আচানক কারখানা তোমার যাবে তুমি ঢঙ্গি ঢঙ্গি ।
হাছন রাজার মনবাসনা সদাই তোর বাস শুঙ্গি ।
তোমার মত সংসারেতে নাই রঙ্গি ঢঙ্গি ।
পাইবার আশায় মাথা মুড় আছাড়িয়া ভাঙ্গি ।