দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৩৭

আমি চাইরে কেবল বন্ধের দরশন ।
কিসের মরণ কিসের বাঁচন ।
আরে এই বলিয়া নাচতে আছে রামপাশার দেওয়ান হাছন ।।
চাইনারে তোর মরণ বাঁচন হাছন রাজায় করে নাচন ।
দেখিয়ে তোর রুপের চটক মন হুতাশন ।।
নাচিয়া নাচিয়া হাছন রাজা করে রে রচন ।
এই গান গাইলে পাপ হবে রে মোচন ।।
দেখাইয়া রুপেরই বাহার মন কৈল হরণ ।
হাছন রাজা আর কি ভুলে থাকিতে জীবন ।।