দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৯২

কঠিন শ্যামে মন ভুলাইলো এগো এগো সজনী ।
আমি তো ভুলিয়া আছি দেখ তোরা মজনি ।
এমন কঠিন মন তার তারে কেউ বুঝেনি ।
কান্দাইলো কান্দাইলো মোরে কতই দিবা রজনী ।
মানা করি বারে বারে দেখ তোরা বুঝনি ।
হাছন রাজার প্রাণ গেলো দেখ তোরা খুজনি ।