দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২১০

তেরে ছুনেলি রঙ্গ পার হাছন রাজা দেওয়ানা
এক হেয় ছুনেলি রঙ্গ, আওর নও জোওয়ানা ।
তেরে ছুনেলি রঙ্গ পর, হাছন রাজা দেওয়ানা ।
তেরে যো চেহেরে কি বাহার
আবরু জো তেরে খামদার ।
রহেনে নেহি ছকতা হোয়া দিসওয়ার ।
তেরে ছুনেলি রঙ্গ পর, হাছন রাজা দেওয়ানা ।
দেখ কর চান্দ ছা মুঃ নাচ রাহা হামারা রুহ
হাছন রাজা হোগিয়া ফানা ।
তেরে ছুনেলি রঙ্গ পর, হাছন রাজা দেওয়ানা ।