রঙ্গিয়া কানাই রঙ্গিয়া কানাই রে । তুমি ভং কেন করো । সুন্দর নারী দেখলে কেন আঞ্জা করিয়া ধরো । আঞ্জা করিয়া ধরিয়া কানাই তুলিয়া লও কোলে । গলেতে পরাও হার গাঁথিয়া নানান ফুলে । তোমার স্বভাব দেখিয়া লোকে ডাকে লম্পটিয়া । হাছন রাজা দোষী হইছে তোমার স্বভাব লইয়া ।