দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪১২

আমি দেখিলাম রে, আমি দেখিলাম রে ।
আপন রুপে বন্ধু দেখিলাম রে ।
দেখিয়া তার প্রেমের ফান্দে ঠেকিলাম রে ।
আচানক সুন্দর ছবি কি কবো তার খুবি ।
রুপ দেখিয়া শরমেতে পলায় শশী রবি ।
আমার মত নমুনা তার আমার মতো রঙ্গ ।
ঝলমল ঝলমল করে রঙ্গে নূরী তার অঙ্গ ।
আচানক চেহারা তাহার আচানক বাহার ।
এমন রুপ নাই আছে সংসারে কাহার ।
হাছন রাজা দেখিয়া নাচে তাহার তসবীর ।
সে রুপের লাগিয়া হাছন রাজা হইলো ফকীর ।
ফকীর হইয়া হাছন রাজায় বলে আয়নুল হক ।
আমি তো কিছুই নইরে আল্লাই বেশক ।