দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৪৮

থাকতে পারিনা এগো ঘরে ।
দিনে রাইতে ভবজানে মোরে জাতিয়ে ধরে ।
দিনে ধরে রাইতে ধরে ধরে সকল বেলা ।
হাটিয়া যাইতে পারিনা গো পুন্দিয়া মারে ঠেলা ।
ঘসাইয়া ঘসাইয়া যায়, নাকে দেয় হুঙ্গা ।
মুখ ফিরাইয়া চাইলে পুন্দে ভরিয়া দেয় চুঙ্গা ।
তেক্ত করিলো মোরে করিয়ে আঙ্গা ডাঙ্গা ।
মাথা কুটিয়ে মরণে তোরে করমু নাল হাঙ্গা ।
ভুগাইলে ভুগাইলে মোরে করিয়ে না তুঙ্গ তুঙ্গা ।
আবার আইলে কাইল ভাঙ্গবো হাতে লইছি ঠেঙ্গা ।
হাছন রাজায় বলে, ভবজান আইয়ো না গো হেথা ।
আমার ঠেঙ্গায় ভাঙ্গবো কোমর, মুখে দিবো জুতা ।