দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪০

এগো লাইন্তি সুন্দরী আমি মরি তোমায় হেরি ।
দেখা দিয়া যাও গিয়া কেন ঝলমল ঝলমল করি ।।
দেখতে বড় তেরছা বাঁকা আমার পিয়ারী ।
কিবা শোভা দুইটি আঁখি আর শোভে ভুরি ।।
হাছন রাজায় রাখছে নাম তার চমৎকার মঞ্জুরী ।
হাছন রাজার এই বাসনা হইতো তোমার অঙ্গি ।
নছরায় বলে মেরী, হিন্দু বলে হরি, কয় ঈশ্বরী ।।